আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ১শ গ্রাজুয়েট উদ্যোক্তা তৈরীর পরিকল্পনা সভা


বিপ্লব হাসান : রূপগঞ্জ উপজেলার ভূলতা এলাকায় রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশন এর উদ্যোগে ১০০জন গ্রাজুয়েট উদ্যোক্তা তৈরীর পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৩ টা ৩০মিনিটের দিকে উপজেলার ভূলতা এলাকাস্থ ঘরোয়া কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের সভাপতি ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও কলামিস্ট লায়ন মীর আব্দুল আলীম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুল আউয়াল মোল্লা, দৈনিক সংবাদচর্চার সম্পাদক ও প্রকাশক মো: মুন্না খাঁন। এসময় উপস্থিত ছিলেন, জুলফিকার ভুঁইয়া, আর,জি,এ সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, সরকারী মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের ভিপি মোঃ সাইফুল ইসলাম তুহিন,সাংবাদিক আল-আমিন ভুঁইয়া, মাহাবুব আলম প্রিয়। এছাড়া অনুষ্ঠান শেষে রূপগঞ্জ গ্রাজুয়েট এসোসিয়েশনের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া করা হয়।