আজ রবিবার, ১৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সম্মেলন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার গোলাকান্দাইল উত্তর দাস পাড়া শ্রী শ্রী গোপাল জিউর মন্দির কমিটির আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রূপগঞ্জ উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রমাকান্ত সরকারের সভাপতিত্বের বক্তব্যে বলেন, যোগ্য ও মেধাবী, কর্মঠ ব্যক্তিদের নেতৃত্বের দায়িত্ব নিতে হবে। তবেই তারা সম্মিলিতভাবে দেশ ও সমাজের কাজে আত্মনিয়োগ করবেন। তিনি আরো বলেন, ধর্ম যার যার,দেশ সবার। তাই সমমর্যাদার লড়াইয়ে সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশ, সমাজ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ কুমার দাস। সঞ্চালনায় রূপগঞ্জ উপজেলা হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শ্রী কৃষ্ণ গোপাল শর্মা। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান,ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শ্রী সাগর হালদার। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা হিন্দু, বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যবৃন্দরাসহ আরো অনেকে।

সর্বশেষ সংবাদ