আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে হাতিম কারখানায় আগুন

রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাতিম স্টিল নামে একটি ফার্নিচার প্রস্তুতকারী শিল্প প্রতিষ্ঠানের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে।

বুধবার (১৯ আগস্ট) রাত আটটায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি স্টেশনের মোট ১২ ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ১০ টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের কর্মীরা।

নারায়ণগঞ্জ সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রূপগঞ্জ উপজেলার কর্ণগোপ এলাকায় হাতিম স্টিমের তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে কিভাবে সুত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। আগুনের ক্ষয়ক্ষতির পরিমানও তাৎক্ষনিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচল ফায়ার সার্ভিসের ১২ ইউনিট কাজ করেছে। প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানান তিনি।