আজ শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

সংবাদচর্চা রিপোর্ট : রূপগঞ্জে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সোহেল মিয়া (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় মোটর সাইকেলে থাকা সাকিব নামে আরও একজন আহত হয়েছেন। নিহত সোহেল মিয়া নরসিংদী জেলার মাধবদীর কুড়েরপাড় এলাকার কালু মিয়ার ছেলে। এ ঘটনায় ট্রাক (ঢাকা মেট্রো-ট: ১৮-৩০৯৬) এবং এর চালক শামীমকে (২৪) আটক করেছে পুলিশ। আটক শামীম রাজশাহী জেলার মতিহারের গবেষণা এলাকার গফফারের ছেলে।

ঘটনাস্থলে যাওয়া ভুলতা ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমানুর রহমান বলেন, ঢাকাগামী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান সোহেল নামে এক ব্যক্তি। আহত আরেকজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায় ট্রাক ও ট্রাক চালককে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাঁচপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট নাজমুল হুদা জানান, ট্রাক চালক ও ট্রাকটি আটক রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।