আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সড়ক দুঘর্টনায় এক নারী নিহত

রূপগঞ্জে সড়ক

রূপগঞ্জে সড়ক দুঘর্টনায় এক নারী নিহত
রূপগঞ্জে সড়ক

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বপ্না বেগম (২৮) নামে এক নারী ট্রাক চাপায় নিহত হয়েছে।শুক্রবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত স্বপ্না বেগম চাঁদপুর জেলার হামচর থানার রামতরী এলাকার আনোয়ার হোসেনের মেয়ে।

ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল আলম জানান, শুক্রবার দুপুরে গোলাকান্দাইল এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক দিয়ে স্বপ্না বেগম রাস্তা পারাপার হচ্ছিল। এসময় একটি দ্রতগামী ট্রাক এসে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে হাইওয়ের পুলিশ ব্যবস্থা নিবে বলেও জানান তিনি। নিহত স্বপ্না বেগম পাগল ছিল বলে জানা যায়।