সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর বীর প্রতীক ও বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার নির্দেশনায় করোনা ভাইরাস পরিস্থিতিতে বিপাকে পড়া খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে গোলাকান্দাইল ইউনিয়নের মাহনা এলাকার প্রতিটি বাড়িতে গিয়ে খেটে খাওয়া ও দুস্থদের পরিবারে খাদ্যসামগ্রী পৌছে দেন। এসময় উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মোমেন ভূঁইয়া, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোমেন মোল্লা, যুবলীগের সেক্রেটারি মনির হোসেন মোল্লা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিপন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, সাংগঠনিক সম্পাদক রাসেদ, আওয়ামী লীগ নেতা দেলোয়ার মোল্লা, ছাত্রলীগ নেতা শাহাবুদ্দিন, অলিউল্লাহ, বাদল, রায়হান, ফারুক ভূঁইয়া, শফি মোল্লা, ফজলুল হক রবু, কামাল হোসেন প্রমূখ।
মাহনা ত্রাণ সামগ্রী বিতরণ শেষে রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাঈম ভূইয়া বলেন, বস্ত্র ও পাটমন্ত্রীর গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে আমরা খাদ্য সামগ্রী খেটে খাওয়া অসহায় পরিবারের মাঝে পৌছে দিচ্ছে। কোনো মানুষ না খেয়ে থাকবে না। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে। সরকারের নির্দেশ মেনে চলতে হবে।