আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে সহকারী শিক্ষক সমাজের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ (রেজি.নং এস-১২০৪৮) রূপগঞ্জ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। উক্ত উপজেলা কমিটিতে সভাপতি মো: কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ হান্নান মিয়া এবং সাংগঠনিক সম্পাদক মো: মমিনুল ইসলাম নির্বাচিত হয়। কেন্দ্রীয় কমিটির অনুমোদন নিয়ে মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতীক) এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে ৫৪ সদস্যবিশিষ্ট নতুন এই কমিটির তালিকা প্রকাশ করা হয়।

সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি বলেন, এখন থেকে উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও সহকারী শিক্ষকদের কল্যাণের লক্ষ্যে নির্ভীক নেতৃত্বের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করবে রূপগঞ্জ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একমাত্র আস্থার ঠিকানা “বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ।