রূপগঞ্জে সংবাদকর্মীর গলাকেটে হত্যা করে লাশ গুম করার হুমকী॥
রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসায়ী ও জমি জাল জালিয়াতি তথ্য দিয়ে স্থানীয় সাংবাদিকদের সহযোগীতা করায় এক সংবাদকর্মীর গলাকেটে হত্যা করে লাশ গুমের হুমকী দিয়েছে হত্যা মামলার আসামী ও স্থানীয় সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকালে উপজেলার গোয়ালপাড়া এলাকায়।
দৈনিক তৃতীয় মাত্রায় কর্মরত গোয়ালপাড়া এলাকার রিপন মিয়া জানান, কেয়ারিয়া মৌজায় এক নিরীহ জমি মালিককে ঠকিয়ে স্থানীয় ইয়াবা ডিলার শফিকুল ইসলাম শফি, নজরুল ইসলাম , তারেকুল ইসলাম তারেক বেশ কিছু জালিয়াত চক্র ভুয়া দাতা মাধ্যমে দলিল সৃজন করে জমি আতœসাৎ করার চেষ্টা করে।
এসব বিষয়ে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হওয়ার পর থেকেই উক্ত জালিয়াত চক্রের অব্যাহত হুমকী ধামকীর শিকার হয়েছেন তিনি। গত বুধবার সকালে উক্ত জালিয়াত চক্রের ভাড়াটিয়া সন্ত্রাসী একাধিক হত্যা মামলার আসামী টেকনোয়াদ্দা এলাকার নুরু মিয়ার ছেলে কিলার রফিক ওরফে সাইদ রফিক (৩৩) ও গোয়ালপাড়া এলাকার মনির মিয়ার বখাটে ছেলে ইয়াবা ব্যবসায়ী নাজমুল ইসলাম লিখন বাড়িতে প্রবেশ করে তাকে ( সংবাদকর্মীকে) গলাকেটে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে হুমকী দেয়।
এছাড়াও চিরতরে সাংবাদিকতার সাধ মিটাইয়া দেবে বলে শাসায়। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতা ভুগছেন তিনি। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, একাধিক হত্যা মামলার আসামি কর্তৃক সংবাদকর্মীকে হত্যার হুমকী দিয়েছে বলে জেনেছি। সন্ত্রাসীদের আটকের চেষ্টা চলছে।