আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে শ্রমিক অসন্তোষ

রূপগঞ্জে পৃথা ফ্যাশান গার্মেন্ট নামক একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় সার্ভিস বিলের দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকরা কারখানার ভিতরে দফায় দফায় বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে তারা এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। রবিবার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া ও কালাদী এলাকায় ঘটে এ ঘটনা।
স্থানীয় প্রত্যেক্ষদর্শী ও শ্রমিকরা জানায়, কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় সিনহা গ্রুপের পৃথা ফ্যাশান নামের গার্মেন্ট অবস্থিত। এতে প্রায় সাড়ে ৩ শতাধিক শ্রমিক এক যুগেরও বেশি ধরে কাজ করে জীবিকা নির্বাহ করে আসছেন। চলতি বছরে কোন প্রকার নোটিশ না দিয়ে ১২ জানুয়ারী পৃথা ফ্যাশান গার্মেন্ট বন্ধ ঘোষণা করেন মালিকপক্ষ। বন্ধ ঘোষণা করার পর শ্রমিকরা সরকারী নিয়ম অনুযায়ী তাদের সার্ভিস বিল দাবি করেন মালিকপক্ষের কাছে। তখন শ্রমিকরা তাদের সার্ভিস বিলের দাবি গার্মেন্টের অভ্যন্তরে টানা ১৩ দিন আন্দোলন করেন। এক পর্যায়ে মালিকপক্ষ ২৭ ফেব্রুয়ারী শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিলেও তা পরিশোধ করেনি। সর্বশেষ রবিবার শ্রমিকদের পাওনাদী পরিশোধ করার আশ্বাস দিয়েছিল মালিকপক্ষ। সকালে মালিকপক্ষের কথামতো বকেয়া পাওয়ানাদীর জন্য শ্রমিকরা গার্মেন্টে গেলে ফের টালবাহানা শুরু করেন তারা।
এতে শ্রমিকরা উত্তেজিত হয়ে ত্রিশকাহনিয়া গার্মেন্টের সামনেই বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে শ্রমিকরা কালাদী এলাকার এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করেন। প্রায় এক ঘন্টা শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখায় সড়কের উভয় দিকে প্রায় দশ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে বিক্ষুব্ধ শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে ও পাওনাদি আদায়ের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। পরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এব্যাপারে কারখানার মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কাউকে পাওয়া যায়নি।
এ ব্যপারে ওসি মাহমুদুল হাসান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের পাওনার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা চলছে।