আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে রিক্সা উল্টায় পুলিশ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার গাউছিয়া মার্কেটে অভিযান পরিচালনা করেছে পুলিশ। জনসমাগম রোধে ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভারের নিচে বুধবার রিক্সা,অটোরিক্সা  উচ্ছেদ করেছে পুলিশ। সেখানে অবৈধা কোনো গাড়ি অবস্থান করতে দিচ্ছে না পুলিশ। সরেজমিনে দেখা গেছে আজ কিছু রিক্সা পুলিশ আটক করে উল্টে রাখে। দীর্ঘ দিন পর পুলিশের এ উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। এমন অভিযান তারাব পৌরসভার রূপসী বাসস্ট্যান্ডে দরকার। সেখানে প্রচুর অবৈধ রিক্সা মহাসড়ক দখল করে থাকে। এখনো রয়েছে। সাধারণ মানুষের রাস্তা পারাপারের সমস্যা হচ্ছে। যেকোনো সময় ঘটতে পারে দূর্ঘটনা। মুড়াপাড়া বাজার এলাকায়ও প্রচুর অবৈধ রিক্সা রয়েছে।  রিক্সার মাধ্যমেও করোনা ভাইরাস ছড়াতে পারে। গাউছিয়া থেকে কাচপুর,রূপসী, মুড়াপাড়া ,যাত্রাবাড়ি , বান্টি, কালীবাড়ি, আড়াইহাজার ,সোনারগাঁ, কাঞ্চন রিক্সা চলছে ।তারা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে।

এব্যাপারে প্রশাসনের আরো বেশি নজর দেওয়া উচিত বলে মনে করছে যাত্রীরা।