আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে যমুনা ব্যাংকের বৃক্ষরোপন

সংবাদচর্চা রিপোর্ট:

যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রূপগঞ্জ উপজেলার কাজী আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের মাঠে ২৯ জুন মঙ্গলবার বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

যমুনা ব্যাংক রূপগঞ্জ শাখা এ কর্মসূচির আয়োজন করে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের রূপগঞ্জ শাখার ব্যবস্থাপক মোঃ খোরশেদ আলম।

সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ গোলাম আহসান হাবিব, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমন তারেক, দৈনিক সংবাদচর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মুন্না খান, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএ মোমেন, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, রূপগঞ্জ ইউনিয়ন সদস্য মোঃ আওলাদ হোসেন, জাহানারা বেগমসহ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ। পরে অতিথিবৃন্দ ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেন।