সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে বাড়ছে মোটরসাইকেল চুরি। গত ১৭ জুলাই রাতে রূপগঞ্জের সুতালড়া উত্তর দরগা বাড়ী জামে মসজিদের সামনে থেকে সাইফুল ইসলামের কালো রংয়ের রানার রয়েল প্লাস ১১০ সিসি একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেলটির রেজি নং ঢাকা মেট্টো-হ -৩২-৮৩৫১। যাহার চেসিস নং বিআরবিইউএকে১৮০৪০৯৫৪৪, ইঞ্জিন নংআরবি১১৩জেডএএইচ১৮০৪০৮০০১। মোটরসাইকেলটির মূল্য প্রায় ১২৫,০০০/ টাকা। এব্যাপারে রূপগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন ডেমরা থানার ইসমাইল হোসেন এর ছেলে সাইফুল ইসলাম। এছাড়া গত ৯ জুলাই বেলা ১২ টার সময় ভুলতা গাউছিয়া মার্কেটের মেইন সিড়ি সংলগ্ন হতে আরিফ হোসেন এর খয়েরী রংয়ের জিকসার একটি মোটরসাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেল এর রেজি নং ঢাকা মেট্টো ল -৫৭-৯০১০। যাহার চেচিস আরএমবিএল-এনজি৪বি ডব্লিউ-১২৪৮৬২ ,ইঞ্জিন নং বিজিএ১-৭৩০১০৪, ইঞ্জিন সিসি-১৫৫।
এ ব্যাপারে আড়াইহাজার থানার গিরদা এলাকার রহিম খন্দকারের ছেলে আরিফ হোসেন রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ মোটরসাইকেল দুটি উদ্ধার করতে পারেনি। মোটরসাইকেল এর মালিকদ্বয় চুরি হওয়া মোটরসাইকেল এর সন্ধ্যান প্রত্যাশী।