আজ শুক্রবার, ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মুজিবনগর দিবস উদযাপন

সংবাদচর্চা রিপোর্ট :
রূপগঞ্জ উপজেলা প্রশাসন ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করেছে। গত ১৭ এপ্রিল বুধবার রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেল।

সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) তন্ময়, উপজেলা সহকারী কমিশনার ভূমি সীমন সরকার, উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল আল আমিন, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল, রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল আউয়াল মোল্লা প্রমুখ।
পরে শোভাযাত্রা নিয়ে তারা উপজেলা কমপ্লেক্সের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।