আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মাদক, সন্ত্রাস প্রতিরোধে সভা

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে মাদক, সন্ত্রাস , ইভটিজিং ,বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) বি‌কে‌লে উপ‌জেলার পূর্বগ্রাম এলাকায় পূর্বগ্রাম বহুমু‌খি উচ্চ বিদ্যালয় মা‌ঠে এ মত‌বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়। কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সভাপ‌তি আলহাজ্ব জা‌হেদ আলীর সভাপ‌তি‌ত্বে সভায় বক্তব্য রা‌খেন অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ( নারায়ণগঞ্জ, সি-সার্কেল) মা‌হিন ফরা‌জি, রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসা‌ন, তদন্ত কর্মকর্তা এইচ.এম জসিম উদ্দিন, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের প্যা‌নেল চেয়ারম্যান বজলুর রহমান ।

এসময় বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ,ইভটিজিং প্রতিরোধে অভিভাবক, পুলিশ ও জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।