আজ বুধবার, ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে মহান মে দিবস পালিত

সংবাদচর্চা রিপোর্ট:
মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রূপগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা করেছে বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন রূপগঞ্জ উপজেলা শাখার (রেজি নং বি-২২০৯) নেতৃবৃন্দ। বুধবার পহেলা মে সকালে তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের বরাব এলাকায় এই র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীটি বিশ্বরোড শহীদ মিনারে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ নির্মাণ শ্রমিক ফেডারেশন রূপগঞ্জ উপজেলা শাখার সহ-সভাপতি মো: বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো: মনির হোসেন, মো: রুহুল আমিন মোল্লা, অর্থ সম্পাদক মো: হোসেন আলী।
সভায় বক্তারা বলেন, রূপগঞ্জ উপজেলা শ্রম কল্যাণ কেন্দ্র চাই। নির্মাণ শ্রমিকদের জন্য শ্রমিক ছাউনি চাই। নির্মাণ শ্রমিক নির্যাতন বন্ধ করতে হবে। শোভন কাজ চাই সামাজিক নিরাপত্তা চাই। সভায় বাংলাদেশ লেবার ফেডারেশন রূপগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।