রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে আসা যাওয়ার রাস্তা চাওয়ায় ভাইয়েরা বাহাউদ্দিন নামের আপন ভাইকে কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় আহত ভাইয়ের বাড়িঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। গত শনিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বাহাউদ্দিন জানান, তার চাচা সামসুল, ও ভাই শেখ ফরিদ ও খাজা সাহাবুদ্দিনের সাথে দীর্ঘ দিন ধরে বাড়ির আসা যাওয়ার রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। আসা যাওয়ার রাস্তা চাওয়াকে কেন্দ্র করে চাচা সামসুল হক, ভাই শেখ ফরিদ, খাজা সাহাবুদ্দিন, বোন ফেরদৌসী ও মনি দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে বাহাউদ্দিনের বাড়িতে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন। বাহাউদ্দিন গালিগালাজ করতে নিষেধ করলে ভাইবোনেরা তাকে কুপিয়ে জখম করেন। স্ত্রী তাছলিমা বেগম বাঁচাতে এগিয়ে আসলে ভাইবোনেরা মিলে তাকে পিটিয়ে গুরুতর জখম করেন।
তাদের ডাক-চিৎকারে আশ-পাশের লোকজন এগিয়ে আসলে ভাইবোনেরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বাহাউদ্দিন ও তাছলিমা বেগমকে হাসপাতালে ভর্তি করার পর চাচা সামসুল হক ও ভাই শেখ ফরিদ, খাজা সাহাবুদ্দিন মিলে বাহাউদ্দিনের বাড়ি ঘরে আগুন দিয়ে ঘর পুড়িয়ে ফেলে। বাহাউদ্দিন ও তাছলিমা এই দম্পতি এখন তার ভাইদের ভয়ে বাড়িতে উঠতে পারছে না। অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এখনো এ ধরনের ঘটনার কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।