আজ শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সংবাদচর্চা রিপোর্ট:

পূর্বশত্রুতার জেরে রূপগঞ্জ উপজেলার রসুলপুর এলাকার ব্যবসায়ী শাকিল আহমেদকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। ২৩ ফেব্রুয়ারি রাত ১১ টার দিকে রসুলপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের অভিযোগপত্র থেকে জানা গেছে  শাকিল আহমেদ রসুলপুর এলাকার গোলাম মোস্তফার ছেলে। তিনি রড সিমেন্ট বালুর ব্যবসা করেন। তার রসুলপুর বাজারে শাকিল এন্টারপ্রাইজ নামে একটি দোকান রয়েছে । ২৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার সময় দোকান বন্ধ করে শাকিল তার মটরসাইকেল (ঢাকা মেট্ট -ল ৪৪-৩৪৭৪)  নিয়ে  বাড়ির উদ্দেশে রওনা দেয়। রাত ১১ টার সময় রসুলপুর বাজারের মধ্যবর্তী স্থানে অশোরা ট্রেডাসের সামনে রাস্তার উপর পৌছালে শাকিলকে বরাব বাজার এলাকার আব্দুল ওয়াদুদের ছেলে মাহাবুব আলম শুভ , বরাব পশ্চিম পাড়া এলাকার জাহাঙ্গীরের ছেলে আলম, রসুলপুর এলাকার আমিনউদ্দিনের ছেলে মো: শান্তসহ ৫/৬ জন মটর সাইকেলের গতিরোধ করে গাড়ি থেকে নামায়। আসামি শুভর হুকুমে সকল আসামিরা এলোপাতাড়িভাবে লোহার রড রুল দিয়ে শাকিলের শরীরে পিটিয়ে জখম করে। আসামি শুভর হাতে থাকা চাপাতি দিয়ে শাকিলের মাথায় কোপ দিলে তা তার বাম চোখে এসে লাগে। এসময় শান্ত আহত শাকিলের প্যান্টের পকেট থেকে ৩ লাখ  ২৬ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার ব্যবহৃত মটর সাইকেলটি ভাংচুর করে। আহতের ডাক চিৎকারে অজ্ঞাত একজন রিকশা চালক এগিয়ে আসলে তাকে হত্যার হুমকি দিয়ে আসামিরা চলে যায় । পরে শাকিলের আত্মীয় স্বজন খবর পেয়ে তাকে উদ্ধার করে তারাব ক্লিনিক কেয়ার হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান সংবাদচর্চাকে বলেন, মামলা হয়েছে। আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। আরো পড়ুনঃ রূপগঞ্জে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ