আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে বিনামূল্যে সার-বীজ বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে ২০২০-২১ অর্থ বছরে ( খরিপ-২ মৌসুমে) কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূ্ল্যে মাসকলাই বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ( ৮ সেপ্টেম্বর) উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ে এ সার বীজ বিতরণ করা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহ্ জাহান ভুঁইয়া, বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ফাতেহা নূর। অনুষ্ঠানের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রূপগঞ্জ।