আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে মাঝিপাড়া যুবসমাজের আয়োজনে জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া মাঠে অনুষ্ঠিত হয়। ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল-মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবক তারিকুল ইসলাম ভুইয়া রানা। ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অলিউল্লাহ্ বাহারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল আলম সিকদার, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুন ভুইয়া, সাধারণ সম্পদাক সাইফুল ইসলাম শান্ত, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন খোকা, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্নসম্পাদক হিমেল হাসান, মাহাবুবম মারুফ প্রমুখ। খেলায় সোনাব এফসি স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে মাঝিপাড়া স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। পরে অতিথিরা বিজয়ী দলকে ফ্রিজ ও রানারআপ দলকে এলইডি টিভি পুরস্কার তুলে দেন।