আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে পুরস্কার বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের শিক্ষা কার্যক্রমের আওতায় উপজেলা পর্যায়ে বিজ্ঞান বিষয়ক অনলাইন কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সভা কক্ষে পুরস্কার বিতরণ করা হয়।এছাড়াও ইতোপূর্বে “মুজিব বর্ষ” উপলক্ষে আয়োজিত “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি” প্রতিযোগিতায় বিজয়ী প্রতিষ্ঠান এবং জাতীয় শোক দিবস, ২০২০ উপলক্ষে জেলা প্রশাসক মো: জসিম উদ্দিনের উদ্যোগে আয়োজিত শিক্ষকদের “আমার মুজিব” বিষয়ে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষকদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভুঁইয়া। অনলাইন কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রফিক উদ্দিন আহাম্মদ। অনলাইন কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের পুরস্কার প্রদান ও একটি করে চারাগাছ বিতরণ করা হয়।