সংবাদচর্চা রিপোর্ট : রূপগঞ্জে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এসডুকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রূপসী কাজীপাড়া এলাকার মৃত রমিজ উদ্দিনের ছেলে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস আই ) মঞ্জুর রহমান জানান, গ্রেফতারকৃত এসডু বিরুদ্ধে চাঁদাবাজি,মারামারিসহ একাধিক মামলা রয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার তারাব পৌরসভার রূপসী কাজীপাড়া এলাকা থেকে গোপনসংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।