নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জ উপজেলার ধামছি ও গোলাকান্দাইল এলাকা থেকে র্যাব ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে দেশীয় চোলাই মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব-১ সিপিস-৩ এর সদস্যরা দাউদপুর ইউনিয়নের ধামছি গ্রামের আব্দুল গণির ছেলে মাদক ব্যবসায়ী মিয়াজদ্দিনকে ৯৪ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করে। অপর অভিযানে পুলিশ গোলাকান্দাইল এলাকার বদু মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে।
বৃহস্পতিবার ৮ জুলাই রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।