আজ মঙ্গলবার, ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

নিখোঁজের পর রূপগঞ্জে তিন যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রূপগঞ্জে তিন যুবকের

 

রূপগঞ্জে তিন যুবকের

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলার পূর্বাচল এলাকার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের ১১নং আলমপুরা ব্রিজের নিজ থেকে গুলিবিদ্ধ তিন যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার  ১৪ সেপ্টেম্বর  সকাল ৮টার দিকে এলাকাবাসি  তিন যুবকের লাশ  ব্রিজের নিচে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

রূপগঞ্জে তিন যুবকের

নিহতরা হলো- রাজধানীর মহাখালী এলাকার শহীদুল্লাহ্র ছেলে মো: সোহাগ (৩২), মুগদা এলাকার মো: আব্দুল মান্নানের ছেলে শিমুল (৩১) ও ওই এলাকার আব্দুল ওয়াহাব মিয়ার ছেলে নুর হোসেন বাবু (৩০) । তারা প্রত্যেকেই গার্মেন্টের ঝুট ব্যবসায়ী বলে নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে।

নিহতের  স্বজনরা জানান , গত বুধবার বেড়াতে যাওয়ার পথে ডিবি পুলিশ পরিচয় তাদেরকে যাত্রীবাহি বাস থেকে নামিয়ে তুলে নিয়ে যাওয়া হয়। এর পর থেকে তারা নিখোঁজ থাকে। ওই বাসের সুপারভাইজার তাদের ফোন করে অপহরণের বিষয়টি জানান। তারা কোন রাজনীতির সাথে জড়িত নয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের যেকোনো সময় কে বা কারা ওই তিন যুবককে গুলি করে হত্যার পর সেখানে ফেলে রেখে যায়। তিনটি লাশেরই মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ রয়েছে। তাদের একজনের পকেটে ষাট পিস ইয়াবা এবং আরেক জনের পকেটে একটি মানিব্যাগ পাওয়া গেছে। ।

তবে, কারা বা কী কারনে এই হত্যাকান্ড ঘটিয়েছে সে বিষয়ে কোন ধারণা করা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরো বলেন, এখন পর্যন্ত কোন মামলা হয় নি। লাশ ময়না তদন্ত শেষে নিহতের স্বজনদের কাছে হস্তন্তর করা হবে। স্বজনরা যদি মামলা দেয় তা নেওয়া হবে, আর যদি মামলা না দেয় তাহলে পুলিশ বাদী হয় মামলা করা হবে।