রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজীর জন্মদিন । তারাব পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় পৌরসভার সভাকক্ষে কেক কেটে ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে জন্মদিন পালন করেন।
এসময় তারাব পৌরসভার ঠিকাদার, বিভিন্ন শ্রেনীপেশার লোকজন ও প্যানেল মেয়রসহ কাউন্সিলরগন ফুলেল শুভেচ্ছা দিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌরসভার প্রধান নির্বাহী নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী জেড এম অানোয়ার, সচিব তাইজুল ইসলাম, হিসাব রক্ষক অামিরুল ইসলাম, সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী মুজাহিদুল ইসলাম তুষার, নিগার সুলতানা, মাওলানা শামসুদ্দিন, অাব্দুল মতিন, সুলতান, কাউন্সিলর অানোয়ার হোসেন, হাজী মফিজ, রফিকুল ইসলাম মনির, রাসেল সিকদার, লায়লা পারভীন, অাতিকুর রহমান অাতিক।
![](https://i0.wp.com/sangbadchorcha.com/wp-content/uploads/2017/10/20171005_121117.jpg?resize=807%2C605&ssl=1)
মেয়র হাছিনা গাজী বলেন, প্রতিদিনের ন্যায় পৌরসভা অাসছিলাম। এসে পৌর ভবন মুল ফটকের সামনে ও বিতরে দেখতে পেলাম সাঁজ সাঁজ রব। পৌর কর্মকর্তা- কর্মচারীসহ কাউন্সিলরবৃন্দরা ফুলহাতে দাঁড়িয়ে শুভ শুভ শুভদিন অাজ পৌর মাতার জন্মদিন শ্লোগান করছে। তাদের ভালবাসা, অান্তরিকতা অামায় সুখের দড়িয়ায় ভাসিয়েছে।এসময় তিনি সকলের মঙ্গলকামনা করেন।