আজ শনিবার, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মেশিনারিজ, তৈরি কাপড়, সুতাসহ আববাসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (২৯ মার্চ) সকালে উপজেলার তারাবো পৌরসভার পবনকুল এলাকার হাজী আনোয়ার হোসেন টেক্সাইল মিলে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল সোয়া আটটার দিকে স্থানীয় আব্দুল ছাত্তারের মালিকানাধীন হাজী আনোয়ার হোসেন টেক্সাইল মিলে হঠাৎ করে আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে প্রতিষ্ঠানে চারদিকে আগুন ছড়িয়ে পরে। পরবর্তীতে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে বেলা সোয়া ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রতিষ্ঠানের মালিক আব্দুল ছাত্তার জানান, এই ঘটনায় তার প্রতিষ্ঠানের মেশিনারিজ, তৈরি কাপড়, সুতাসহ আববাসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। যার ফলে অন্তত ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

এ বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, ‘সময়মত আগুন নিয়ন্ত্রনে আনতে না পারলে আরো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। ক্ষয়ক্ষতির ব্যাপারে এখনো আমরা নিশ্চিত নই তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারনা করছি।’