আজ মঙ্গলবার, ১৪ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে টেক্সটাইল মালিকদের মত বিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক:

রূপগঞ্জে বস্ত্র ও উইভিং শিল্পের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে টেক্সটাইল মালিকদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর রবিবার সকালে সাঈদ টেক্সটাইল মিলের মালিক আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, টেক্সটাইল সমিতির ভাইস পেসিডেন্ট মোঃ ফরহাদ হোসেন, সহ-সভাপতি হামিদুল হক খোকন, সালাউদ্দিন আহম্মেদ, আমজাদ হোসেন, শওকত হোসেন, এহতেশামুল হক শামু, খলিল উল্লাহ, নূর আলী, দেলোয়ার হোসেন, ওমড় আলী ও মহসিন ভুইয়াসহ অনেকে।

মত বিনিময় সভায় বক্তারা বলেন, নতুন কমিটিতে যেন শুধু টেক্সটাইল ব্যবসার সঙ্গে জড়িত ও সঠিক টেক্সটাইল মলিকদের নিয়ে কমিটি করা হয় । ননটেক্সটাইলারকে দুর্নীতির মাধ্যমে এ কমিটিতে স্থান না দেওয়ার আহবান জানান তারা।