আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে জিপিএ ৫ প্রাপ্তদের অর্থ দিলেন মন্ত্রী গাজী

নবকুমার:

রূপগঞ্জ উপজেলার ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও নগদ অর্থ দিয়েছেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি যমুনা ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের এ অর্থ দেন। গতকাল রূপসী গাজী ভবনে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাব পৌর সভার মেয়র হাছিনা গাজী।

এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।