আজ বৃহস্পতিবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ছাত্রলীগের ‘সম্প্রীতি সমাবেশ’

সংবাদচর্চা রিপোর্ট:

সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রূপগঞ্জে ‘সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা’ কর্মসূচি পালন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ভুলতা এলাকায় সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা বের করে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার, সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাছুম, তারাব পৌর ছাত্রলীগ সভাপতি আওলাদ হোসেন বাদল, সাধারণ সম্পাদক মনির খাঁন সুমেলসহ অনেকে।

সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসীদের স্থান রূপগঞ্জে হবে না। বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নেতৃত্বে সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে রাজপথে আছে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ ।

তারা আরও বলেন, আমরা বাঙালি। সকল ধর্মের লোকদের এ দেশে বসবাসের অধিকার আছে। যারা সাম্প্রদায়িক হামলা চালিয়েছে অবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।

সর্বশেষ সংবাদ