আজ বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ছাত্রলীগের ঢেউ‌টিন বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট: মুজিববর্ষে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান” স্মরণে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশনায় এবংগাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরনায় রূপগঞ্জে দুঃস্থ‌ ও অসহায় প‌রিবা‌রের মা‌ঝে ঢেউ‌টিন বিতরণ করেছে ছাত্রলীগ। মঙ্গলবার (৮ সে‌প্টেম্বর) দুপুরে উপজেলার ইছাখালী এলাকায় কায়েতপাড়া ইউ‌নিয়ন ছাত্রলী‌গের উদ্যোগে এ ঢেউ‌টিন বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কা‌য়েতপাড়া ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সভাপ‌তি ওমর ফারুক ভুঁইয়া, সাধারন সম্পাদক না‌দিম হো‌সেন অপু, সহ-সভাপতি শাহ পরান, পারভেজ মুক্তাদির, সাংগঠনিক সম্পাদক অ‌ভি রেজা, ছাত্রলীগ নেতা শরীফ সহ স্থানীয় গন্যমান্য ব্য‌ক্তিরা।