আজ মঙ্গলবার, ২১শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ছাত্রদলের বিক্ষোভ

সংবাদচর্চা রিপোর্ট:

দীর্ঘ দিন পর রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১১ টার দিকে মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ থেকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা পরিষদ এলাকা প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আবু মোহাম্মদ মাসুম  ছাত্রদল নেতা আজিম সরকার, সুলতান মাহমুদ, আলামিন, কাজী শামিম, সজল মিয়া, শাহিন দেওয়ান, রাজু আহাম্মেদ, নাছিম হোসেন প্রিন্স, আলামিন হোসেন, জাহিদুল ইসলাম, জাহিদ বাবু, প্রমুখ।

সভায় বক্তারা বলেন, যেখানেই ছাত্রলীগের কু-কর্ম দেখা যাবে, সেখানেই ছাত্রদল প্রতিহত করবে। আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করেছে ছাত্রলীগের খুনীরা। কেউ যাতে আইনের ফাক দিয়ে বের হয়ে যেতে না পারে। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।