নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জে মাহমুদা সাথী নামে এক গৃহবধূকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছে স্বামীসহ পরিবারের লোকজন। গত বুধবার রাতে উপজেলার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে গৃহবধূ মাহমুদা সাথী বাদী হয়ে তার স্বামী মাসুম বিল্লাহসহ পাঁচ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার পর পুলিশ হাবিবুল্লাহ মাহফুজ নামে একজনকে গ্রেফতার করে।
মামলার এজাহার থেকে জানা যায়, গত ৬ মাস আগে মুড়াপাড়া ইউনিয়নের ছোট বানিয়াদী এলাকার মৃত অলিউল্লার মেয়ে মাহমুদা সাথীর সঙ্গে তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকার সলিমউল্লার ছেলে মাসুম বিল্লার বিয়ে হয়। বিয়ের পর যৌতুকের টাকার জন্য গৃহবধূ মাহফুজা সাথীকে তার স্বামীসহ পরিবারের লোকজন নির্যাতন করতো।
এ ব্যপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলার পর এক জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।