আজ শুক্রবার, ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গলা কেটে ছিনতাইয়ের চেষ্টা

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে সোবহান (২৭) নামে এক ইজিবাইক চালককে গলা কেটে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা করেছে ছিনতাইকারীরা। সোমবার (১৭ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে উপজেলার মাঝিপাড়া এলাকার ডেঙ্গু ভূঁইয়ার বাড়ির সামনে এই ঘটনাটি ঘটে। ইজিবাইক চালকের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসলে ছিনতাইকারীরা ইজিবাইকটি ফেলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত চালককে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করায়। পরে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠিয়েছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।