আজ বুধবার, ৫ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে গণধর্ষণের ২ আসামি রিমান্ডে

রূপগঞ্জের পাড়াগাঁও ঠাকুর বাড়িরটেক এলাকায় ফুলের বাগানে গার্মেন্টসের নারী শ্রমিককে গণধর্ষণ মামলায় গ্রেফতার দুই আসামির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালত  এই রিমান্ড মঞ্জুর করেন।  রিমান্ডের আসামিরা হলেন, ঠাকুর বাড়িটেক এলাকার সুরুজ আলী ভুঁইয়ার ছেলে সবুজ (২৩), খোরশেদ আলমের ছেলে মহিউদ্দিন ( ১৯)।

প্রসঙ্গত গত ১০ ফেব্রুয়ারি সোমবার বিকেলে মুড়াপাড়া এলাকার সীম ফেব্রিক্স নামের এক পোশাক কারখানার হেলপারসহ তিনজন ফুলের বাগানে বেড়াতে যান। তার সঙ্গে ছিলেন অপর এক পোশাক শ্রমিক ও তার চাচাতো বোন।

পরে সন্ধ্যা ঘনিয়ে আসলে ফুলের বাগানে স্থানীয় সুরুজ আলীর ছেলে সবুজ, খোরশেদ আলমের ছেলে মহিউদ্দিন, মানিক মিয়ার ছেলে শহিদ ও রইসউদ্দিনের ছেলে আকাশ জোরপূর্বক ভয়ভীতি দেখিয়ে ঝোপের ভেতর নিয়ে পালাক্রমে এক পোশাক শ্রমিককে গণধর্ষণ করে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ধর্ষিতার বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরপর পুলিশ ২ জনকে গ্রেফতার করে রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোর্টে চালান করে দেয়।