আজ বৃহস্পতিবার, ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কোটি টাকার বিদেশী কাপড় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানীকৃত বিভিন্ন ধরণের বিপুল পরিমান বিদেশী শাড়ী-কাপড়সহ চোরাচালান চক্রের ৩ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১। গত ৪ জানুয়ারি সন্ধ্যায় রূপগঞ্জের কাঞ্চন ব্রীজ সংলগ্ন বিআরটিসি বাসের টিকিট কাউন্টারের সামনে থেকে এসব উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত চোরাচালান চক্রের সক্রিয় সদস্যরা হলেন গোপালগঞ্জের মো. রফিকুল ইসলাম ওরফে রফিকুল বেপারী (৩২), সাতক্ষীরার সাজ্জাত আলী (৪৫), মোঃ রিপন হোসেন (১৯)। এসময় আসামীদের নিকট হতে ৯৩৪০ পিস শাড়ী, ৬০০ পিস লেহেঙ্গা, ৯৬০ পিস ওড়না, ২০ পিস ধুতি, ৯৬০০ পিস SCALP VEIN INFUSION SET, ৩ টি মোবাইল ফোন, ৬ টি সীম কার্ড এবং নগদ ১৭,৮৫০/- টাকা উদ্ধার করা হয়। চোরাচালান কাজে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করা হয়। উল্লেখ্য যে, উদ্ধারকৃত পণ্য সমূহ অবৈধভাবে পাশ্ববর্তী দেশ ভারত হতে আমদানী করা হয়েছে যার আনুমানিক বাজার মূল্য ৩,৪৬,৬৩,৫০০/- (তিন কোটি ছিচল্লিশ লক্ষ তেষট্টি হাজার পাঁচশত) টাকা। বৃহস্পতিবার র‌্যাব-১ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছে।

র‌্যাব-১ জানান ,জব্দকৃত শাড়ী-কাপড়সমূহ সরকারী শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে পার্শ্ববর্তী দেশ ভারত হতে এদেশে নিয়ে এসেছে। একটি অসাধু ব্যবসায়ী চক্র অধিক মুনাফা লাভের আশায় এসকল পণ্য চোরাচালানের মাধ্যমে আমদানি করে বলে জানা যায়। পরবর্তীতে চোরাচালানের মাধ্যমে আমদানীকৃত পণ্যের চালানটি স্থানীয় বাজারে খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে থাকে। উদ্ধারকৃত মালামাল ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।