আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কৃষকের ধান কেটে দিলো কৃষক দল

রূপগঞ্জে মৌসুমী ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। কিন্তু করোনায় বিপর্যস্ত জনজীবনে যানবাহন বন্ধ থাকায় ধান কেটে দেওয়ার শ্রমিক খুঁজে পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়িয়েছে কৃষক দলের নেতৃবৃন্দ। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা  ও এড. তৈমূর আলম খন্দকারের উদ্যোগে রূপগঞ্জে মাঠ থেকে কৃষকের ধান কেটে বাড়ি এনে দিচ্ছে কৃষক দল। গতকাল ভুলতা এলাকায় কৃষকের ধান কেটে দেয় সংগঠনটির নেতৃবৃন্দ।এতে কৃষকেরা ভীষণ খুশী হয়।

ধান কাটায় অংশগ্রহণ করেন নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ডা. শাহিন ও তার দল।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাজুল ইসলাম জানান, রূপগঞ্জ উপজেলায় এবছর ৭ হাজার ১৫ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে।