নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জের চায়না-বাংলা সিরামিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় এক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) বেলা আড়াইটার পরে আগুন নিয়ন্ত্রনে আসে।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম। এর আগে দুপুর দেড়টার দিকে আগুনের সূত্রপাত হয়।
তানহারুল ইসলাম বলেন, আগুন লাগার খবরে প্রথমে তিনটি ইউনিট ও পরে আরও দুটি ইউনিট যোগ দেয়। কারখানার পেছনের একটি টিনশেড গোডাউনে আগুন লাগে। আগুনে কেউ হতাহত হয়নি। আগুন লাগার আগেই শ্রমিকরা নিরাপদে বের হয়ে য়ান। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত করে বের করা হবে।