আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কর্মহীনদের মাঝে খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জে ৩ হাজার কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি শরিফ আহমেদ টুটুুল এর ব্যাক্তিগত উদ্যেগে বিএনপির (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল ও লবন ইত্যাদি।
সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শরিফ আহমেদ টুটুল জানান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদের্শে আমি পুরো উপজেলা বাড়ি বাড়ি গিয়ে ৩ হাজার কর্মহীন মানুষের মাঝে ত্রান বিতরণ করেছি।
এই বিতরণ অব্যাহত থাকলে বলে তিনি জানান।