আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে কর্মহীনদের মাঝে যুবলীগের খাদ্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক:

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক গোলাম মর্তুজা পাপ্পার অনুপ্রেরণায় রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের শ্রমজীবি কর্ম
হীন ৩ হাজার ২ শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
গতকাল রোববার বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আলহাজ্ব লায়ন শাহীন মালুম তাঁর ব্যক্তিগত তহবিল থেকে এসকল খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক আলহাজ্ব লায়ন শাহীন মালুম, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাহেদ আলী, উপজেলা শ্রমিকলীগ নেতা মতিউর রহমান আকন্দ, যুবলীগ নেতা আজিজুল মালুম, দাউপুর ইউনিয়নের পূর্বাচল মুক্তিযোদ্ধা সোসাইটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল করিম মোল্লা, সাধারণ সম্পাদক আলতাফ হোসাইন, দাউদপুর ইউপি সদস্য শফিকুর রহমান সফিক, তৈয়বুর রহমান স্বপন, উপজেলা পরিষদের সদস্য ও দাউদপুর ইউপি সদস্য শাহিনা আক্তার বৃষ্টি, দাউপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পদক আমিন রানা, কৃষি বিষয়ক সম্পাদক শরিফ মালুম, ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুর রহমান, আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীন, যুবলীগ নেতা মামুন মালুম, হুমায়ুন কবির, আরমান মিয়া, ছাত্রলীগ নেতা তানভীর, রিয়াদ, ইমতিয়াজ মালুম প্রমুখ। বিতরণকৃত খাদ্য ও ব্যবহারসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, লবণ, আলু, পিঁয়াজ, মুড়ি, ছোলা, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার।