সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। একদিনে ৭ জন রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে চার জন রয়েছে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী। তারা হলেন হাসপাতালের রেডিও অপারেটর (বাগবেরের আব্দুল গাফ্ফারের স্ত্রী) সেলিনা, আয়া আনোয়ারা বেগম , বাবুর্চি পারভীন , সেকমোর দায়িত্বে থাকা লাকী আক্তার। এরা সবাই করোনায় আক্রান্ত আসমাউল হুসনার মায়ের সংর্স্পশে থেকে আক্রান্ত হয়েছেন ।এর বাইরে সোমবার আরো তিনজন শনাক্ত হয়েছে। তারা হলেন মাছুমাবাদ এলাকার জহির, ভিংরাবো এলাকার এক সংখ্যালগু যুবক, করোনায় আক্রান্ত আসমাউল হুসনার মা করোনায় আক্রান্ত হয়েছে।এরআগে রূপগঞ্জে ৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলো। শেষ খরব পাওয়া পর্যন্ত রূপগঞ্জে ১৬ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ২ জন মারা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন । তিনি বলেন , সোমবার রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ৪ জন কর্মীর করোনাভাইরাস পজেটিভ এসেছে। হাসপাতালের বাইরে আরো ৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।