আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বড়ালু এলাকায় বিলকিস বেগম (৫৫) নামের এক মহিলা (ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না….রাজিউন) । তিনি গত শনিবার রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসার জন্য গেলে সেখানে তার মৃত্যু হয়। আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে রেখেছে। ফলাফল অপেক্ষমান রয়েছে। এসব তথ্য সংবাদচর্চাকে নিশ্চিত করেছে রূপগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. সাঈদ আল মামু‌ন। তিনি বলেন , এসিল্যান্ড ও মেডিক্যাল টিক বড়ালু এলাকার ৪০ বাড়ি লকডাউন করে দিয়েছে। মৃত্যুবরণকারীর পরিবারের সদস্য নমুনা সোমবার সকালে সংগ্রহ করা হবে। হাসপাতাল থেকে তার স্বামী প্রথমে পালিয়ে ছিলো। পরে সে বাড়ি ফিরে এসেছে।

এদিকে ধারণা করা হচ্ছে রূপগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এটাই প্রথম মৃত্যু।

প্রসঙ্গত, রূপগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত ৩ জন রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত তিন জনই নারী। তার মধ্যে একজনের বাড়ী গোলাকান্দাইল ইউনিয়নের ১ নং ওয়ার্ডে। তার বয়স ৫৫ বছর। সে  ঢাকার উত্তরাতে চিকিৎসাধী রয়েছে। অপর জনের বাড়ী তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায়। তার নাম হাসি বেগম। ভুলতা ইউনিয়নের ১ নং ওয়ার্ডে রহিমা নামে একজন করোনা রোগী পালিয়েছে।