আজ রবিবার, ২৬শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ওষুধের দোকানে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে ওষুধের দোকানে ডাকাতি সংঘঠিত হয়েছে। গত ২৭ নভেম্বর সোমবার রাতে দোকানের সাটার ও তালা কেটে নগদ ৭৬ হাজার টাকা ও ১০ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। উপজেলার তারাব পৌরসভার বরপা বাসস্ট্যান্ড এলাকার মা ফার্মেসী নামক একটি ওষুধের দোকানে এ ডাকাতি সংঘঠিত হয়।

মা ফার্মেসীর মালিক ডা. শাহিন মিয়া জানান, সোমবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। ওই রাতেই দোকানের সার্টার ভেঙে ও তালা কেটে ভেতরে প্রবেশ করে। তার দোকানে থাকা নগদ ৭৬ হাজার টাকা ও ১০ লক্ষাধিক টাকা মূল্যের ওষুধপত্র ও মালামাল লুটে নেয়।

রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন জানান, ডাকাতির সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।