আজ শুক্রবার, ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে এসএ টেলিভিশনের বর্ষপূর্তি উদযাপন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বেসরকারি ও দেশের প্রথম এইচডি স্যাটেলাইট এসএ টিভির নবম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দোয়া, মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। এসময় ডেইলী অবজারভারের রূপগঞ্জ প্রতিনিধি মো.শাহেল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন এসএ টেলিভিশনের রূপগঞ্জ প্রতিনিধি এস এম আবু কাউসার, নয়াদিগন্তের রূপগঞ্জ সংবাদদাতা শফিকুল আলম ভুঁইয়া, যুগান্তরের নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার রাসেল মাহমুদ, বাংলাদেশের খবরের রূপগঞ্জ প্রতিনিধি ইমদাদুল হক দুলাল, মানবকন্ঠের রূপগঞ্জ প্রতিনিধি এস.এম রোবেল মাহমুদ, স্বাধীন বাংলাদেশের রূপগঞ্জ প্রতিনিধি মীর শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য সৈয়দ নাজমুল হক, অনুপম হাসান ফরিদ, মোঃ আলম হোসাইন, রিপন সরকার, হাফেজ মোহাম্মদ মোমেন, সোহেল কবির, মাহবুবুর রহমান রনি সহ আরও অনেকে।

পরে নয় পাউন্ডের কেক কেটে এসএ টিভির নবম বর্ষপূর্তি উদযাপন করা হয়।

সর্বশেষ সংবাদ