সংবাদচর্চা রিপোর্ট
রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে এক পরীক্ষার্থী কে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃত ঐ পরীক্ষার্থী রূপগঞ্জ উপজেলার কালাদি মাদ্রাসার শিক্ষার্থী।
এ দিকে নারায়ণগঞ্জ জেলা জুড়ে এইচএসসি ও সমমানের প্রথম দিনের অনুপস্থিত ছিল ১৭৪ জন পরীক্ষার্থী।
সোমবার (১ এপ্রিল) সকাল ১০টায় শুরু হয় এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা। প্রথম দিনের বাংলা পরীক্ষায় ১৯ হাজার ১৯৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম বিল্লাহ এ তথ্য জানান।
প্রথম দিনে মোট ১৮ হাজার ২৯ জন এইচএসসি পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৭ হাজার ৮৭৫জন এবং অনুপস্থিত ছিল ১৫৪ জন। ৮৯১ জন আলিম পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৮৭৬ জন এবং অনুপস্থিত ছিল ১৫ জন। এছাড়া ৪৪৮ জন ভোকেশনাল পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ৪৪৩ জন এবং অনুপস্থিত ছিল ৫ জন।