আজ মঙ্গলবার, ১৯শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার

সংবাদচর্চা রিপোর্ট: নারায়নগঞ্জের রূপগঞ্জে পৃথক ঘটনায় ৭৩ পিছ ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার গন্ধর্বপুর ও বুধবার সকালে দেবই এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রূপগঞ্জ থানার এস, আই যোবায়ের আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবাসহ গর্ন্ধবপুর এলাকার মন্নাফ এর ছেলে আলম (৪২) ও একই এলাকার আঃ রহিমের ছেলে হোসেন (২৪) গ্রেপ্তার করে।

থানার সহকারী উপপরিদর্শক এএসআই ফয়সাল আহম্মেদ জানান, দেবই এলাকার মোজাম্মেলের ছেলে আশরাফ আলম এলাকায় পাইকারীভাবে ইয়াবার ব্যবসা করে আসছে। বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫৩ পিছ ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে।