আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে ইয়াবাসহ আরিফ গ্রেফতার


সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জে দুইশত (২০০) পিস ইয়াবাসহ আরিফ (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৩ মার্চ) মধ্য রাতে উপজেলার মাঝিপাড়ার সোনাব এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আরিফ উপজেলার সোনাব এলাকার মৃত হেলাল উদ্দিনের ছেলে।

গ্রেফতারের বিষয়টি সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ওসি মহসিনুল কাদির। তিনি বলেন, আসামির নামে মামলা হয়েছে। তাকে নারায়ণগঞ্জ আদালতে চালান করে দেওয়া হয়েছে।