আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আন্তঃওয়ার্ড গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধন

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আন্তঃওয়ার্ড গোল্ডকাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। ৩১ জানুয়ারি রবিবার বিকালে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ ও রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগী এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে জনতা উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলার আয়োজন করা হয়। রূপগঞ্জ দলিল লিখক ও ষ্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমিতির আহবায়ক ও রূপগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মুশফিকুর রহমান রিপন এ টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক
সভায় বক্তব্য রাখেন রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা দ্বীন মোহাম্মদ দিলু, ওবায়দুল মজিদ জুয়েল, ইউপি সদস্য আলমগীর হোসেন, আলহাজ্ব রমজান আলী, মোরশেদ আলম, আব্দুল আলীম সরকার, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমন হাসান খোকন, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম এ মোমেন প্রমুখ।
খেলায় রূপগঞ্জ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডকে ২-০ পয়েন্টে পরাজিত করে ৫নং ওয়ার্ড জয়লাভ করে।