আজ বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য আটক

রূপগঞ্জ উপজেলার তারাব সভার সুলতানবাগ এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মো. সবুজ শেখকে (২৬) আটক করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) । 

সোমবার রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয় বলে এটিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আটক সবুজ ফরিদপুর জেলার শালথা থানার লক্ষণদিয়া গ্রামের মোস্তফা শেখের ছেলে। 

বিজ্ঞতিতে বলা হয়েছে, এটিইউ সদস্যরা সবুজকে তল্লাশি করে জঙ্গীবাদী কর্মকাণ্ডে ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করেছে। জিজ্ঞাসাবাদে সবুজ নিজেকে আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছেন। 

বিজ্ঞতিতে আরও বলা হয়, সবুজ অনলাইনে ফেসবুক আইডি (‘Sotter Shndhane’ ) ব্যবহার করে আনসারুল্লাহ বাংলা টিমের দাওয়াতী ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি ‘লোন উলফ মুজাহিন’ গ্রুপে জঙ্গীবাদী প্রচার-প্রচারণা, জননিরাপত্তা বিপন্ন করে ত্রাস সৃষ্টি ও জিহাদের প্রস্তুতি নিয়েছিলেন। 

সবুজের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামিকে ১০ দিনে রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ কোটে চালান করে দেওয়া হয়েছে। আদালত আগামী ৫ আগস্ট তার রিমান্ড শুনানী ধার্য করে আসামিকে কারাগারে পাঠিয়েছে।