আজ শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জে আগুন নিভাতে সহযোগিতা করল ছাত্রলীগ

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জের তারাব পৌরসভার মৈকুলি এলাকায় ইউনাইটেড লেদার কারখানায় আগুন নিভাতে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেছে ছাত্রলীগ। বুধবার ( ৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে কারখানাটিতে ছুটে আসেন রূপগঞ্জ উপজেলা ও তারাব পৌর ছাত্রলীগ নেতৃবৃন্দ।

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার সংবাদচর্চাকে জানান, লোকজনকে নিরাপদ স্থানে নিয়ে আসা ও ফায়ার সার্ভিস কর্মীদের সাথে থেকে আগুন নিয়ন্ত্রনে আনা পর্যন্ত আমরা ছাত্রলীগ নেতাকর্মীরা সহযোগিতা করেছি। যার ফলে আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাছুম বলেন, ছাত্রলীগ নেতাকর্মীরা দেশের সকল সংকটময় মুহূর্তে নিরলস ভাবে কাজ করে যায়। কারখানায় আগুনের ঘটনা শুনতে পেয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা ছুটে আসে।


এছাড়া ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ফায়ার সার্ভিস সুত্রে জানা গেছে ইউনাইটেড লেদার কারখানার কেমিক্যাল প্রসেসিং ইউনিটে আগুন লাগে। এই রিপোর্ট লেখা পর্যন্ত অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা জায়নি।

এছাড়া অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিবৃন্দ।