আজ শনিবার, ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের মুক্তিযোদ্ধাদের সাথে পাপ্পা গাজীর শুভেচ্ছা বিনিময়

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গাজী গোলাম মর্তুজা পাপ্পা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হওয়ায় মঙ্গলবার ( ১৯ অক্টোবর ) তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় রূপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে থেকে বীর মুক্তিযোদ্ধাগণ রূপগঞ্জের তরুণ আইকন গাজী গোলাম মর্তুজা পাপ্পাকে ফুলের তোড়া উপহার দেন।

এসময় গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেন, আমি একজন খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধার সন্তান। বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের আমানত। মুক্তিযোদ্ধাদের খাটো করা যাবে না। তারা যে স্বপ্ন নিয়ে এ দেশ স্বাধীন করেছিলো বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা তাদের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছে।

তিনি বলেন, যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াচ্ছি। মুক্তিযোদ্ধাদের আমানত এই স্বাধীন দেশ রক্তের বিনিময়ে হলেও আমরা রক্ষা করবো।

উল্লেখ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদে হ্যাট্রিক করেছেন নারায়ণগঞ্জ -১ ( রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য, বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জ্যেষ্ঠ সন্তান ।