আজ রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রূপগঞ্জের মানুষ শান্তিতে ভোট দিয়েছে: এমপি গাজী

টি.আই.আরিফ:
রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।

সকাল ৯ টায় রূপসী নিউ মডেল হাইস্কুলে তিনি ভোট প্রদান করেন। ভোট প্রদান শেষে রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম দস্তগীর গাজী বলেন, সুষ্ঠুভাবে আমি ভোট দিয়েছি। মানুষ সুষ্ঠু পরিবেশে কেন্দ্রে এসে ভোট দিয়েছে। আমি বিশৃঙ্খলা চাই না।

 

এদিকে চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান সকাল সাড়ে ৮টায় একই কেন্দ্রে ভোট দিয়েছেন। তিনি বলেন, আমার কারও বিরুদ্ধে কোন অভিযোগ নাই। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
চেয়ারম্যান পদে এবার দুই জন প্রার্থী লড়ছেন। তারা হলেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান (দোয়াত কলম), রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভুইয়া রানু (আনারস)। এবার রূপগঞ্জে ভোট কেন্দ্র ১৪০ টি। মোট ভোটার ৪ লাখের অধিক। আনারস মার্কার সমর্থকদের খুব কম দেখা যাচ্ছে। আলহাজ্ব হাবিবুর রহমানকে বিজয়ী করার লক্ষ্যে গণসংযোগ করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা। দলীয় নেতাকর্মীদেরকে দোয়াত কলম মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়েছেন তিনি। দলীয় নেতাকর্মীরাও দোয়াত কলমের পক্ষে কাজ করছে। সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত। প্রত্যেকটা ভোট কেন্দ্রে পুলিশ,র‌্যাব,আনসার রয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট টহল দিচ্ছে।